একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে

Blog Image
Email : 18k 12k
শুক্রবারের (২৪ শে অক্টোবর, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস।
আজ শুক্রবার দুপুর ২ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলার আকাশে খুবই সামান্য পরিমানে মেঘের উপস্হিতি রয়েছে। আজ দুপুর ২ টার পর থেক আগামীকাল শনিবার সকাল ১০ টার মধ্যে চট্রগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, চট্রগ্রাম, রাঙ্গামাটি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। কুমিল্লা, চাঁদপুর, ফেনী জেলার উপরে হালকা পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল ৫ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।


========================
কুয়াশা পূর্বাভাস
========================

আজ শুক্রবার সিলেট এবং চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের পাহাড়ি এলাকাগুলো উপরে হালকা পরিমাণে কুয়াশার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে রাত ১২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে। আজ রাতে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা পরিমাণে কুয়াশার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে রাত ১২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।

ব্রেকিং নিউজ: বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপটি ঘুর্নিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। এটি গভীর নিম্নচাপ সমপরিমাণ শক্তিশালি হতে পারে। এই লঘুচাপটি আগামী ২৭/২৮ শে অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে স্হল ভাগে প্রবেশ করার আশংকা করা যাচ্ছে। এই লঘুচাপটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসার সম্ভাবনা খুবই কম। এই লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করার পরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের ওড়িশা, ঝাড়খণ্ড ও বিহার রাজ্যের দিকে অগ্রসর হওয়ার আশংকা রয়েছে ২৮ ও ২৯ শে অক্টোবর। এই লঘুচাপটির কারণে সৃষ্টি হওয়ার মাঘের কারণে আগামী ২৯, ৩০ ও ৩১ শে অক্টোবর বাংলাদেশের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে।

Related Post