বৃহস্পতিবারের (২৩ শে অক্টোবর, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আজও বাংলাদেশের ৬৪ টি জেলার আকাশই সম্পূর্ণ রূপে মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার পর থেক আগামীকাল শুক্রবার সকাল ১০ টার মধ্যে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
========================
কুয়াশা পূর্বাভাস
========================
আজ বৃহস্পতিবার রংপুর বিভাগের উত্তর-পশ্চিম দিকের জেলাুলো এবং চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের পাহাড়ি এলাকাগুলো উপরে হালকা পরিমাণে কুয়াশার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।
======================
আপনাদের যাদের বৃষ্টিপাতের খুব প্রয়োজন তারা জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দীন আহমেদের বিখ্যাত গান, "আল্লাহ মেঘ দে, পানি দে" গান গেয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারেন।
শিল্পী: আব্বাস উদ্দীন আহমদ
লিরিক:
বেলা দ্বিপ্রহর,
ধূ ধূ বালুচর
ধূপেতে কলিজা ফাটে,
পিয়াসে কাতর
আল্লাহ মেঘ দে; আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে ,পানি দে ,ছায়া দে রে তুই,
আল্লাহ মেঘ দে।
আসমান হইল টুডা টুডা
জমিন হইল ফাডা ।।
মেঘ রাজা ঘুমায়া রইছে
মেঘ দিব কন কেডা।
ফাইট্টা ফাইট্টা রইছি যত
খালা বিলা নদী।।
পানির লাইগ্যা কাইন্দা ফিরে
পঙ্খি জলদি
হালের গরু বাইন্দা
গিরস্ত মরে কাইন্দা।।
খাওয়ার পানে ফডো ফডো
নারীনাংটী গরে
কপোত কপোতি কান্দে
খোপে তে বসিয়া।।
শুকনা ফুলের কলি পড়ে
ঝরিয়া ঝরিয়া

