একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবারের (২১ শে অক্টোবর, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস।

Blog Image
Email : 17k 12k
মঙ্গলবারের (২১ শে অক্টোবর, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস।
আজ মঙ্গলবার সকাল ৮ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশের ৬৪ টি জেলার আকাশই প্রায় সম্পূর্ণ রূপে মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮ টার পর থেক আগামীকাল বুধবার বাংলাদেশের ৬০ টি জেলার উপরেই বৃষ্টির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামী ২৪ ঘন্টায় ৪ টি জেলার উপরে বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে। এই ৪ টি জেলা হলও রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলা। তবে এই ৪ জেলার সকল উপজেলায় বৃষ্টির সম্ভাবনা নাই। সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার সীমান্তবর্তী জেলাগুলোর উপরে।


========================
কুয়াশা পূর্বাভাস
========================
আজ মঙ্গলবার রাতে বিচ্ছিন্ন ভাবে চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রামের পাহাড়ি এলাকাগুলো এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগের হাওর এলাকার জেলাগুলোর উপরে হালকা পরিমাণে কুয়াশার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে রাত ১২ টার পর থেকে সকাল ৭ টার মধ্যে।

Related Post