একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
ঘূর্ণিঝড়

রবিবারের (অক্টোবর ২২, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 4611k 12k

রবিবারের (অক্টোবর ২২, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস

আজ ২২ ই অক্টোবর রবিবার দুপুর ১ টা বেজের ৩০ মিনিটে জাপানের হিমাওয়ারি নামক কৃত্রিম ভূউপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র (visible imagery, ব্যান্ড ৩, শূন্য দশমিক ৬৪ মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্য) বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার নিম্নচাপের প্রভাবে আজ বাংলাদেশের আকাশে মেঘ বিস্তার লাভ করা শুরু করেছে।

আজ রবিবার দুপুর ২ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, সিলেট, ও খুলনা বিভাগের একাধিক জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে আজ দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে বাংলাদেশের

চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, ও খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা জেলার একাধিক উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কক্সবাজার ও বান্দরবন জেলার উপরে।

বরিশাল বিভাগ: বরগুনা, ভোলা, বরিশাল, ও পটুয়াখালী জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: ঢাকা, শরিয়তপুর, মুন্সিগন্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল সোমবারও নিম্নচাপের প্রভাবে দেশব্যাপী বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা দেখা যাচ্ছে।



ছবি কৃতজ্ঞতা: বাংলাদেশ বিমানবাহিনীর আবহাওয়া বিভাগ কর্তৃক পরিচালিত রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি (মেঘের মধ্যে অবস্থিত বৃষ্টির কণায় বাধাপ্রাপ্ত হয়ে রাডারের গ্রাহক যন্ত্রে প্রতিফলিত রশ্মির পরিমাণ) মানচিত্র। চিত্রের মধ্যে থাকা বিভিন্ন রং বৃষ্টিপাতের পরিমাণ নির্দেশ করে: লাল রং ভারি বৃষ্টি; হলুদ রং মাঝারি মানের বৃষ্টি ও সবুজ রং হালকা মানের বৃষ্টি নির্দেশ করে। [দুপুর ২ টা বেজে ৩০ মিনিট]


পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস

আজ রবিবার পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলীয় এলাকার কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলী, ও মেদনি-পুর জেলার উপরে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।


ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ১ টা বেজে ৪০ মিনিট) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (দুপুর ২ টা বেজে ১০ মিনিট) মেঘের চিত্র বাংলাদেশের উপ

Related Post