একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বঙ্গোপসাগরে নিম্নচাপ/ঘূর্ণিঝড় (মিধিলি) সৃষ্টির সম্ভাবনা (আপডেট: ৪, নভেম্বর ১২, ২০২৩)

Blog Image
Email : 4681k 12k

বঙ্গোপসাগরে নিম্নচাপ/ঘূর্ণিঝড় (মিধিলি) সৃষ্টির সম্ভাবনা

(আপডেট: ৪, নভেম্বর ১২, ২০২৩)

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত ১২ ই নভেম্বরের পূর্বাভাস তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে নভেম্বর মাসের ১৪ তারিখের পর থেকে ৩০ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে পর-পর ২ টি লঘু চাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। প্রথম লঘু চাপটি সৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ১৩ ই নভেম্বর থেকে ১৪ ই নভেম্বরের মধ্যে ভারতের আন্দামান ও নিকবার দ্বীপের উত্তর-পশ্চিম পাশে। দ্বিতীয় লঘুচাপটি সৃষ্টির সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের ২২ তারিখ থেকে ২৫ তারিখের মধ্যে।

আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত ১২ই নভেম্বরের পূর্বাভাস অনুসারে প্রথম লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। কারণ অক্টোবর মাসে সংঘটিত ঘূর্ণিঝড় হামুন এর কারণে উত্তর বঙ্গোপসাগরের সামুদ্রের পানিতে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য জমা থাকা অনেক শক্তি ক্ষয় হয়ে গিয়েছে ও নতুন করে শক্তি জমা হতে সময় লাগতেছে। ফলে প্রথম লঘুচাপটি সর্বোচ্চ নিম্নচাপ আকারে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের মধ্যবর্তী উপকূলীয় এলাকার উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে। পক্ষান্তরে নভেম্বর মাসের শেষ সপ্তাহে যে লঘু চাপটি সৃষ্টির সম্ভাবনার কথা নির্দেশ করতেছে মডেলগুলো তা পূর্নাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেলের (Global Forecast System) পূর্বাভাস অনুসারে প্রথম লঘুচাপটি বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার মধ্যবর্তী জেলাগুলোর উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের ১৬ তারিখ থেকে ১৭ তারিখের মধ্যে। পক্ষান্তরে ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেল (ECMWF Integrated Forecasting System) হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে নিম্নচাপ হিসাবে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করতে পারে ১৭ ই নভেম্বর সকাল থেকে সন্ধ্যার মধ্যে।

ছবি বর্ণনা: আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেলের (Global Forecast System) পূর্বাভাস অনুসারে সম্ভব্য লঘুচাপটি পূর্নাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকার মধ্যবর্তী জেলাগুলোর উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের ১৬ তারিখের পর থেকে ১৭ তারিখের মধ্যে।


ছবি বর্ণনা: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেল (ECMWF Integrated Forecasting System) হতে প্রাপ্ত সম্ভব্য ঘূর্ণিঝড় মিধিলি এর ৫১ টি সম্ভব্য যাত্রাপথ ও বাতাসের গতিবেগের চিত্র। এই চিতটিকে আবহাওয়া বিজ্ঞানের ভাষায় এনসেম্বল আবহাওয়ার পূর্বাভাস (Ensemble weather forecast) বলা হয়।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের কৃষক, জেলে ও পর্যটকদের জন্য নিম্নলিখিত অগ্রিম সতর্ক ব্যবস্হা গ্রহণের অনুরোধ করা যাচ্ছে।

১) জমিতে পাকা আমন ধান থাকলে ১৫ ই নভেম্বর এর মধ্যে ধান কেটে ঘরে তুলার পরামর্শ (বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কৃষকদের)।

২) ১৪-১৭ নভেম্বরের মধ্যে সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে ফলে এই সময় সমুদ্রে মাছ ধরার ছোট ট্রলার থাকলে ডুবে গিয়ে জেলেদের মৃত্যুর আশংকা রয়েছে।

৩) ১৫ থেকে ১৭ ই নভেম্বর টেকনাফ-টু-সেন্টমার্টীন নৌযান চলাচল বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।


ছবি বর্ণনা: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেল (ECMWF Integrated Forecasting System) হতে প্রাপ্ত সম্ভব্য প্রথম লঘু চাপটির প্রভাবে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে।

ছবি বর্ণনা: আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস মডেলের (Global Forecast System) পূর্বাভাস অনুসারে সম্ভব্য প্রথম লঘু চাপটির প্রভাবে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে।

Related Post