একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
ঘূর্ণিঝড়

মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাস: বঙ্গোপসাগরের ঘুর্নিঝড় "মন্থা" এর আপডেট (২৮ শে অক্টোবর, ২০২৫)

Blog Image
Email : 294k 12k
মঙ্গলবারের (২৮ শে অক্টোবর, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস: বঙ্গোপসাগরের ঘুর্নিঝড় "মন্থা" এর আপডেট
আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ঘুর্নিঝড় "মন্থা" আজ মঙ্গলবার দুপুর ১ টার সময় অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিশাখপত্তম সমুদ্র বন্দর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছিল। ঘুর্নিঝড়টি ঘন্টায় প্রায় ১২ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আজ সন্ধ্যার পর থেকে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী অংশের উপকূলের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার শুরু করার আশংকা করা যাচ্ছে। উপকূলে আঘাত করার সময় ঘুর্নিঝড় "মন্থা" এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার ও দমকা হাওয়া সহ ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা করা যাচ্ছে।
স্থলভাগে আঘাত করার পরে দুর্বল হয়ে লঘুচাপ আকারে প্রথমে উত্তর দিকে ও আগামীকাল সন্ধ্যার পর থেকে উত্তর-পূর্ব দিকে ভারতের ঝাড়খণ্ড রাজ্য ও বিহার রাজ্যের দিকে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে। ফলে আজ মঙ্গলবার বাংলাদেশ বিভিন্ন জেলার আকাশে মেঘের উপস্থিতি লক্ষ করা গেলেও আজকে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।


ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ঘুর্নিঝড় "মন্থা" এর সাম্ভব্য গতিপথ।

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে ঘুর্নিঝড় "মন্থা" এর প্রভাব:
=========================================
আজ মঙ্গলবার বিকেল ৫ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় বিভিন্ন জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে।
আগামীকাল বুধবার দিনের বিভিন্ন সময়ের থেমে-থেমে খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে।
আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দেশের ৮ টি বিভাগের বিভিন্ন জেলা এবং এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, আসাম, মেঘালয়, ও ত্রিপুরা রাজ্যের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিপাতের আশংকা অপেক্ষাকৃত বেশি রংপুর, রাজশাহী, খুলনা বরিশাল, ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে।

জেলেদের জন্য আবহাওয়া পূর্বাভাস
========================
আজ মঙ্গলবার থেকে ভারতের পশ্চিম রাজ্য ও বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় এলাকার সমুদ্র কিছুটা উত্তাল অবস্থা বিরাজ করার আশংকা করা যাচ্ছে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সকল জেলাকে আজকের মধ্যে উপকূলে ফেরার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার বাংলাদেশের সকল উপকূলীয় এলাকার সমুদ্রে উত্তাল অবস্থা অবস্থা বিরাজ করার আশংকা করা যাচ্ছে।

ঘুর্নিঝড় "মন্থা" এর প্রভাবে বাংলাদেশের উপরে সম্ভব্য বৃষ্টিপাতের পরিমাণ।
=====================================
ঘুর্নিঝড় "মন্থা" বাংলাদেশের উপকূলে আঘাত করার কোন সম্ভাবনা নাই। ঘুর্নিঝড় "মন্থা" এর প্রভাবে আগামীকাল বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও পশ্চিম দিকের ৪ টি বিভাগের (খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল) জেলাগুলোর উপরে ২০ থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের অবশিষ্ট ৪ টি বিভাগের (ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্রগ্রাম) জেলাগুলোর উপরে ১০ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান শুক্রবার মধ্যরাত পর্যন্ত।

Related Post