বুধবারের (২০ ই ডিসেম্বর, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস: বৃহঃপতিবার থেকে ঠাণ্ডা আবহাওয়ার বিদায় ও শনিবার বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া সম্পর্কীয় তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ বুধবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টার মধ্যে ময়মনিসংহ ও সিলেট বিভাগের হাওয়া এলাকার জেলাগুলোতে বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ও হবিগঞ্জ জেলা ও চট্টগ্রামের কাপ্তাই লেক এলাকায় সামান্য পরিমাণ কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশে আর কোন জেলার উপরে উল্লেখ যোগ্য পরিমাণে কুয়াশার উপস্থিতি না থাকার সম্ভাবনাই বেশি।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র দেখা যাচ্ছে যে আজ বুধবার সকাল ৬ টার সময় ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ও চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামে জেলাগুলোর পাহাড়ি এলাকার সামান্য পরিমাণ কুয়াশার উপস্থিতি ছিলও।
ভারতের পশ্চিমবঙ্গের উপরে কুয়াশা পূর্বাভাস
আজ বুধবার সন্ধ্যার পর থেকে আগামীকাল বৃহঃপতিবার সকাল ১০ টা পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর, জপলাইগুড়ি জেলার উপরে সামান্য পরিমনাে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল বৃহঃপতিবার থেকে দেশের উপর দিয়ে চলা ঠাণ্ডা বাতাস প্রবাহ বিদায় নিবে ১ সপ্তাহের জন্য
আজ বুধবার ভোর ৬ টার সময় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় ভোর ৬ টার সময় ১২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী জেলায় ভোর ৬ টার সময় ১৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস অনুসারে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৬ টার সময় রংপুর বিভাগের জেলাগুলো ছাড়া দেশের অন্য সকল বিভাগের জেলাগুলোর তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াসের বেশি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
গত ১ সপ্তাহ থেকে দেশের উপর দিয়ে চলমান ঠাণ্ডা বাতাস বিদায় নেওয়া শুরু করেছে আজ বুধবার থেকে। আগামীকাল বৃহঃপতিবার সন্ধ্যার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আকাশে ভূ-পৃষ্ঠ সংলগ্ন স্থানে বায়ুর নিম্নচাপ অবস্থা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামীকাল বৃহঃপতিবার থেকে অপেক্ষাকৃত গরম বাতাস প্রবাহিত হওয়া শুরু করবে। বায়ুর নিম্নচাপের প্রভাবে আগামী শনি ও রবিবার বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগে কোন-কোন জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র দেখা যাচ্ছে যে আগামী শনি ও রবিবার বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগে কোন-কোন জেলার উপরে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।

ছবি: ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেলের পূর্বাভাস অনুসারে আগামীকাল বৃহঃপতিবার সকাল ৬ টার সময় দেশের বিভিন্ন বিভাগে সকাল ৬ টার সময়কার ভূ-পৃষ্ঠের কাছা-কাছি স্থানের তাপমাত্রার সম্ভব্য মানচিত্র। এই মানচিত্রে দেখা যাচ্ছে যে দেশের বেশিভাগ জেলার উপরে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহঃপতিবার দেশের সবচেয়ে বেশি ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে খুলনা ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে।

