একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বুধবারের (২৯ শে অক্টোবর, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস ও ঘুর্নিঝড় "মন্থা" এর সর্বশেষ আপডেট

Blog Image
Email : 16k 12k
বুধবারের (২৯ শে অক্টোবর, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস ও ঘুর্নিঝড় "মন্থা" এর সর্বশেষ আপডেট
আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার ও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ঘুর্নিঝড় "মন্থা" গতকাল মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করে শক্তি হারিয়ে আজ বুধবার সাধারণ মানের ঘুর্নিঝড় হিসাবে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপরে অবস্থান করতেছে। ঘুর্নিঝড় "মন্থা" গত কাল মধ্য রাতের পর থেকে উত্তর-পশ্চিম দিকে ভারতের মধ্য-প্রদেশ রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে ঘন্টায় প্রায় ১২ কিলোমিটার বেগে। আজ বুধবার ঘুর্নিঝড় "মন্থা" এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার ও দমকা হাওয়া সহ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠছে।
আজ বুধবার সারাদিন ঘুর্নিঝড় "মন্থা" আরও দুর্বল হয়ে প্রথমে গভীর নিম্নচাপ ও পরে নিম্নচাপে পরিণত হওয়ার আশংকা করা যাচ্ছে। আজ সন্ধ্যার মধ্যে ঘুর্নিঝড় "মন্থা" ভারতের মধ্য-প্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে পৌঁছানোর আশংকা করা যাচ্ছে। লঘুচাপ আকারে প্রথমে উত্তর দিকে ও আগামীকাল সন্ধ্যার পর থেকে উত্তর-পূর্ব দিকে ভারতের ঝাড়খণ্ড রাজ্য ও বিহার রাজ্যের দিকে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে। ঘুর্নিঝড় "মন্থা" এর কারণে সৃষ্টি হওয়া বৃষ্টি-বাহী মেঘ আজ বুধবার থেকে বাংলাদেশের আকাশে প্রবেশ করার আশংকা করা যাচ্ছে।



বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে ঘুর্নিঝড় "মন্থা" এর প্রভাবে সম্ভব্য বৃষ্টিপাতের পরিমাণ।
=====================================================================

বুধবার, ২৯ শে অক্টোবর, ২০২৫
=====================
আজ বুধবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টার মধ্যে বাংলাদেশের খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বেশিভাগ জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

বৃহস্পতিবার, ৩০ শে অক্টোবর, ২০২৫
========================
আগামীকাল বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ের থেমে-থেমে বাংলাদেশের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
শুক্রবার, ৩১ শে অক্টোবর, ২০২৫
========================
আগামী শুক্রবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকের জেলাগুলো এবং আসাম রাজ্যের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

শনিবার, ১ লা নভেম্বর, ২০২৫
========================
আগামী শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকের জেলাগুলো এবং আসাম রাজ্যের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।


Related Post