একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবার (২৩ শে ডিসেম্বর) সন্ধ্যা থেকে রবিবার (২৪ শে ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 458k 12k

শনিবার (২৩ শে ডিসেম্বর) সন্ধ্যা থেকে রবিবার (২৪ শে ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস

আজ শনিবার ২৩ শে ডিসেম্বর সকাল থেকেই উত্তর পূর্ব দিক থেকে রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে বাংলাদেশের উপরে মেঘ প্রবেশ করা শুরু করেছে। এই মেঘ উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই মেঘ ভারতের মেঘালয় পর্বত ও পূর্ব দিকে মনিপুর ও আরাকান পর্বতের ঢাল বেয়ে আকাশে উঠে ঘন মেঘের সৃষ্টি করতেছে। আজ দুপুরের পরে ভারতের মেঘালয় পর্বতের পাহাড় চুড়ায় সম্মান্য পরিমাণ বৃষ্টি ঘটিয়েছে। চলমান এই মেঘের প্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার পর্যন্ত।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত বিকেল ৩ টা বেজে ৩০ মিনিটের সময়কার মেঘের চিত্র

আবহাওয়া সম্পর্কীয় তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ শনিবার মধ্যরাতের পর থেকে আগামীকাল রবিবার মধ্যরাতের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মেঘালয় পর্বত সংলগ্ন এলাকা ও চট্টগ্রাম বিভাগের ভারতীয় সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকার জেলাগুলোর উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র দেখা যাচ্ছে যে আজ শনিবার সকাল ৬ টার সময় ময়মনসিংহ ও সিলেট বিভাগের হাওর এলাকায় ও চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামে জেলাগুলোর পাহাড়ি এলাকার সামান্য পরিমাণ কুয়াশার উপস্থিতি ছিলও।

যেহেতু বাংলাদেশের উপরে জ্বলিয় বাষ্পের উপস্থিতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে তারই আজ শনিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি পরিমাণে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপেক্ষাকৃ বেশি পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ দিকের বিভাগের জেলাগুলোর উপরে। পক্ষান্তরে অপেক্ষাকৃত কম কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দেশের পশ্চিমাঞ্চলের বিভাগের জেলাগুলোর উপরে।

ছবি: কুয়াশার সম্ভবতার মানচিত্র, আবহাওয়া বিজ্ঞানের ভাষায় যার নাম "ফগ স্টাবিলিটি ইনডেক্স" (যে স্থানে রং যত বেশি লাল সেই স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা তত বেশি)

ভারতের পশ্চিমবঙ্গের উপরে কুয়াশা পূর্বাভাস

আজ শনিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টা পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের জপলাইগুড়ি, কুচবিহার ও আলিপুর-দুয়ার জেলার উপরে সামান্য পরিমনাে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার দেশের বেশিভাগ জেলার উপরে সকাল ৬ টার সময়কার তাপমাত্রা গতকাল শুক্রবারের সকাল ৬ টার তাপমাত্রা অপেক্ষা ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

আজ শনিবার ভোর ৬ টার সময় দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় ১৩ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলায় ভোর ৬ টার সময় ১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহী জেলায় ভোর ৬ টার সময় ১৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র দেখা যাচ্ছে যে আগামী সোমবার পর্যন্ত বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ও চট্টগ্রাম বিভাগে কোন-কোন জেলার উপরে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।

 

Related Post