একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

শনিবার রাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে খুবই শক্তিশালি কালবৈশাখী ঝড় অতিক্রম করতে যাচ্ছে

Blog Image
Email : 4567k 12k

শনিবার (১১ ই মে, দিবাগত রাত, ২০২৪) রাতের কালবৈশাখি ঝড় পূর্বাভাস ও নৌযান চলাচল সতর্কতা

আজ শনিবার (১১ ই মে, দিবাগত রাত, ২০২৪) বিকেল ৬ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্য ও দক্ষিনাম্বচলের জেলাগুলো এবং বাংলাদেশের খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনিসংহ, বরিশাল, ও চট্রগ্রাম বিভাগের বেশিভাগ উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। কালবৈশাখী ঝড় দেশের দক্ষিণাঞ্চলের উপর দিয়ে অতিক্রম করার সম্ভব্য সময় রাত ৮ টার পর থেকে ভোর ৬ টা।

আজ রাতের ঝড় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর উপর দিয়ে বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে আজ রাতে পদ্মা নদীর পশ্চিম পাশের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

আজ শনিবার দিবাগত রাত ১০ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে আবারও বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

ছবি: শনিবার বিকেল ৪ টা বেজে ৫০ মিনিটের সময় বজ্রপাত মানচিত্র

শনিবার বিকেল ৬ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে দেশের বিভিন্ন বিভাগের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা নিম্নরূপ:

খুলনা বিভাগ: সম্ভাবনা ১০০%
বরিশাল বিভাগ: সম্ভাবনা ৮০ থেকে ৯০%
ঢাকা বিভাগ: সম্ভাবনা ৭০ থেকে ৮০ %
ময়মনসিংহ বিভাগ: সম্ভাবনা ৬০ থেকে ৭০ %
রাজশাহী: সম্ভাবনা ৭০ থেকে ৮০ %
রংপুর বিভাগ: সম্ভাবনা ৫০ থেকে ৬০ %
সিলেট বিভাগ: ৪০ থেকে ৫০ %
চট্টগ্রাম বিভাগ: সম্ভাবনা ৮০ থেকে ৯০ %

ঝড় যেহেতু পশ্চিম দিক থেকে পূর্বা দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে রাত ১২ টার পূর্বে খুলনা, রাজশাহী, ঢাকা, ও বরিশাল বিভাগের জেলাগুলোর এবং রাত ১২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনিসংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে।

শনিবার রাতে নদ-নদীতে নৌযান চলাচলে জরুরী সতর্কতা

আজ রাতে পদ্মা, যমুনা ও মেঘনা নদীতে নৌযান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ রাখার পরামর্শ দেওয়া যাছে বিশেষ করে পদ্মা ও মেঘনা নদীর উপরে ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে আজ শনিবার দিবাগত রাতে নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে যে কোন সময় জাহাজ দুর্ঘটনা ঘটার প্রচণ্ড ঝুঁকি রয়েছে।

Related Post