একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

শুক্রবার দুপুরের মধ্যে ৫ টি বিভাগে বজ্র-বৃষ্টির প্রবল আশংকা (১৮ এপ্রিল, ২০২৫)

Blog Image
Email : 194k 12k
শুক্রবার (১৮ এপ্রিল, ২০২৫) দুপুরের মধ্যে ৫ টি বিভাগে বজ্র-বৃষ্টির প্রবল আশংকা
আজ শুক্রবার ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের (উত্তর দিকের জেলাগুলো) জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি বজ্রপাত ও বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নলিখিত জেলাগুলোর উপরে:
রংপুর বিভাগ: ঠাকুরগাও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, নওগা, বগুড়া, সিরাজগন্জ
ময়মনিসংহ বিভাগ: সকল জেলা
সিলেট বিভাগ: সকল জেলা
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজিপুর, কিশোরগন্জ

বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ও দক্ষিন দিনাজপুর জেলার দিক থেকে বাংলাদেশে প্রবেশ করতেছে। ফলে সীমান্তবর্তী জেলাগুলোর উপরে প্রথমে বৃষ্টি শুরু হয়ে পরবর্তীতে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হওয়ার আশংকা করা যাচ্ছে।



বোরো ধান কাটার কৃষি শ্রমিকদের জীবন রক্ষার্থে সবাই এগিয়ে আসুন।
গত ৪ দিনে ১০ জনের বেশি মানুষ মারা গেছে বজ্রপাতের কারণে যাদের প্রায় সবাই কৃষি শ্রমিক। আজ শুক্রবার আবারও দেশ-ব্যাপী বজ্রপাত ও বৃষ্টি পাতের প্রবল আশংকা করা যাচ্ছে। আকাশে মেঘ দেখার সাথে-সাথে খোলা মাঠে ধান কাটা বন্ধ রাখুন। আপনার পরিচিত মানুষদের ধান কাটা বন্ধ রাখার অনুরোধ জানান। আপনার বাবা-দাদা কিংবা পরিচিত কোন মানুষ ধান কাটার জন্য কৃষি শ্রমিক নিয়োগ করে থাকেন তবে তাদেরকে জানান আজ শুক্রবার দুপুরের পূর্বে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত ও বৃষ্টি পাতের প্রবল আশংকা করা যাচ্ছে।



অনুগ্রহপূর্বক মনে রাখবেন যে বেশিভাগ কৃষি শ্রমিকদের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলও কৃষি শ্রমিকটি।

বৃষ্টিপাতের সময় কৃষি শ্রমিককে খোলা মাঠে ধান কাটতে বাধ্য করার অর্থ হলও সেই শ্রমিককে জোর করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। ফলে, আমার বন্ধু লিস্ট ও ফ-লোয়ারদের সবার প্রতি বিনীত অনুরোধ বোরো ধান কাটার কৃষি শ্রমিকদের জীবন রক্ষার্থে সবাই এগিয়ে আসুন। দারিদ্র কৃষি শ্রমিকদের জীবন রক্ষা করুন বজ্রপাতের আঘাতে মৃত্যু থেকে।

Related Post