বন্যা পূর্বাভাস আপডেট: শুক্রবার দিবাগত রাত ১১ টা বেজে ৩০ মিনিট
আজ শুক্রবার (১৫ ই আগষ্ট, ২০২৫) বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া বন্যা মানচিত্রে (সংযুক্ত মানচিত্রে) দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় রাজশাহী, ঢাকা, চট্রগ্রাম, ও বরিশাল, রংপুর বিভাগের ১৮ টি জেলার নদীর পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে কিংবা কাছা-কাছি উচ্চতা দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে।
আজ শুক্রবার ১৫ ই আগষ্ট বাংলাদেশের ৫ টি জেলা বন্যা কবলিত হওয়া (নওগা, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, ভোলা) এবং ১৩ জেলার নদীর পানি বন্যা বিপদসীমার কাছা-কাছি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ ১৫ ই আগষ্ট নিম্নোক্ত বন্যা সতর্কবার্তা জারি করেছে।
"তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৪৮ঘণ্টা হ্রাস পেতে পারে; তবে ৩য় দিন পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় ( Warning Level) প্রবাহিত হতে পারে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।
-----> পদ্মা নদীর পানি সমতল আগামী ০২ দিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় ( Warning level ) প্রবাহিত হতে পারে। এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
------> ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী ০৩ দিন বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে
-----> আগামী ২৪ ঘণ্টায় আত্রাই নদী নওগাঁয় বিপদসীমা ( Danger level) অতিক্রম করতে পারে; এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।"