বৃহস্পতিবারের (১৮ ই সেপ্টেম্বর) বৃষ্টিপাত পূর্বাভাস: সকাল ১০ টার পর থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত প্রযোজ্য
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর উপরে (দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, ও লালমনিরহাট) হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে যা কমপক্ষে দুপুর ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে রংপুর বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ প্রায় সারাদিন গাইবান্ধা, কুড়িগ্রাম, ও লালমনিরহাট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির হচ্ছে যা দুপুর ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ প্রায় সারদিন নেত্রকোনা ও শেরপুর জেলার ভারতীয় সীমান্তবর্তী উপ-জেলাগুলোর উপরে বৃষ্টি অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের ৪ টি জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে থেমে-থেমে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, ও বগুড়া জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। যা বিকেল ৫ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে।
ঢাকা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে ঢাকা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের কোন-কোন জেলার (শরিয়তপুর, মুন্সিগন্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর) কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ দুপুর ৩ টার পূর্বে ঢাকা শহরের উপরে বৃষ্টির সম্ভাবনা কম। তবে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর দিকের কিশোরগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলার উপরে বৃষ্টির হালকা সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে যা দুপুর ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বরিশাল বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টি হওয়ার মতো মেঘ সৃষ্টি হওয়া শুরু হয়েছে। বিশেষ করে ফেনী, নোয়াখালী, চট্রগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ১২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
খুলনা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এই পূর্বাভাস লেখার সময় চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের বিভিন্ন জেলার উপরে বৃষ্টি হওয়ার মতো মেঘ সৃষ্টি হওয়া শুরু হয়েছে। দুপুর ২ টার পর থেকে রাত ১০ টার মধ্যে খুলনা বিভাগের কোন-কোন জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার উপরে।
====================================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গ রাজ্যর উত্তর দিকের কোন-কোন জেলার উপরে (বিশেষ করে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলার উপরে) হালকা মানের বৃষ্টি হচ্ছে যা দিনের সময় বৃদ্ধির সাথে-সাথে বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। আজ পশ্চিমবঙ্গ রাজ্যর দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
ভারতের ত্রিপুরা রাজ্য: দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ত্রিপুরা রাজ্যর বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।