রংপুর বিভাগে বন্যার প্রবল আশংকা করা যাচ্ছে আজ রবিবার রাত থেকে।
গত ৪৮ ঘন্টায় বাংলাদেশের রংপুর বিভাগ ও ভারতের বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, ও আসাম রাজ্যের উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টি হয়েছে। আজ রবিবার সন্ধ্যার সময় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বন্যা বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হয়েছে যা দ্রুত বৃদ্ধির আশংকা করা যাচ্ছে আজ রাতে। আশংকা করা যাচ্ছে রংপুর বিভাগের বেশিভাগ নদ-নদীর পানি সাময়িক ভাবে বন্যা বিপদসীমার উপর কিংবা কাছা-কাছি উচ্চতায় প্রবাহিত হবে আগামী ২/৩ দিন। রংপুর বিভাগের মহানন্দা, আত্রাই, তিস্তা, দুধকুমার, ও ধরলা নদীর উপকূলবর্তী এলাকাগুলোর কৃষি জমি ও চর অঞ্চলের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করা যাচ্ছে।
তিস্তা নদীর চর অঞ্চলের মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। স্থানীয় সরকার কর্তৃপক্ষকে তিস্তা নদীর চর অঞ্চলের মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।