৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো ঢাকা সহ পুরো বাংলাদেশ
আজ সকাল ১০ টা বেজে ৩৯ মিনিটের সময় ঢাকা শহরের খুব কাছা-কাছি স্থানে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প সংগঠিত হয়েছে। প্রাথমিক তথ্য অনুসারে এই ভূমিকম্পটি গাজীপুর ভূ-চ্যুতি এর উপরে। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ ভূমিকম্পটির সঠিক উৎপত্তিস্থল হলও নরসিংদী জেলা শহর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে ২৩ দশমিক ৮৯ উত্তর অক্ষাংশ ও ৯০ দশমিক ৫৭ পূর্ব দ্রাঘিমাংশের উপরে। ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি সংগঠিত হয়েছে।

