৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ ও পূর্বভারতীয় রাজ্যগুলো সোমবার ভোরে।
বাংলাদেশে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে আজ ভোর ৪ টা বেজে ৪৭ মিনিটে তার উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটি এর পাশে মরিগাও নামক স্থানে। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর হতে প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল ৫ দশমিক ৪ মাত্রার। এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এখানে উল্লেখ্য যে আজ ভোর ৪ টা বেজে ৩ মিনিটের সময় ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে ৩ দশমিক ৯ মাত্রার আর একটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। এই ভূমিকম্পটির উৎপত্তিস্হল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫৪ কিলোমিটার গভীরে।

