বৃহস্পতিবার দিবাগত-রাতের কুয়াশা ও শুক্রবার সকালের শৈত্যপ্রবাহ পূর্বাভাস
===========================
আজ রাত ১২ টা বেজে ৩০ মিনিটের সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা ঘনত্বের কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের উপর থেকে একটি কুয়াশা বলয় বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর দিকে অগ্রসর হচ্ছে ও ভোর ৫ টার পরে এই দুই বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশ করা শুরু করতে পারে। আজ ভোর থেকে শুরু করে আগামীকাল সকাল ১০ টা পর্যন্ত রংপুর রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট ও চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।
আজ রাতে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত হালকা পরিমাণে কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল সকাল ৯ টার পূর্বে দেশের বেশিভাগ জেলার উপরে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের জেলাগুলো ছাড়া। রংপুর বিভাগের জেলাগুলোর উপরে সকাল ১১ টার পর্যন্ত অপেক্ষা করতে হতে পরে সূর্যের আলো দেখা যাওয়ার জন্য।

