আজ শনিবার দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে মেঘালয় পর্বতের উপর একটি কালবৈশাখী ঝড় সৃষ্টি হচ্ছে। এই ঝড় তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ আজ দুপুর ৩ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা ও সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
আজ ঈদের দিনে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে একাধিকার কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
সন্ধ্যা ৬ টার পর থেকে মধ্য রাত্রির মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে কালবৈশাখী ঝড় প্রবেশের সম্ভাবনা রয়েছে।