কালবৈশাখী ঝড় ও বৃষ্টি পূর্বাভাস: ২৯ শে এপ্রিল, ২০২৩
আজ ২৯ শে এপ্রিল, ২০২৩ শনিবার দুপুর ২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। গতকাল শুক্রবার যে সকল জেলায় কালবৈশাখী ঝড় হয়েছে আজ শনিবারও সেই সকল জেলায় কালবৈশাখী ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাতক্ষিরা, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর জেলায়। আজ কালবৈশাখী ঝড় এর কারণে একাধিক জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
আজও প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, রাজশাহী জেলায়।