ছবি সুত্র: বাংলাদেশ বিমানবাহিনীর রাডার হতে প্রাপ্ত রিফলেকটিভিটি চিত্র
৩০ শে এপ্রিল, রবিবার দিবাগতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস
আজ রবিবার দিবাগত রাতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগের যে সকল জেলায় বিকেলের পর থেকে বৃষ্টি শুরু হয় নি (রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট) সেই সকল জেলার উপর দিয়ে রাত ১০ পর থেকে রাত ৩ টার মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
এছাড়া রাত ১০ টার পর থেকে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে চাপাই নবাবগন্জ, নওগাঁ, নাটোর, সিরাজগন্জ (আবারও) বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, কিশোরগন্জ, টাঙ্গাইল, গাজিপুর জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।