১ লা মে, সোমবারের কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত পূর্বাভাস
আজ সোমবার, ১লা মে, ২০২৩ দেশের ৬৪ টি জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ বিভিন্ন বিভাগের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভব্য সময় নিম্নরূপ:
১) রাজশাহী বিভাগের সকল জেলা: সকাল ১১ টার পর থেকে দুপুর ৪ টার মধ্যে
২) রংপুর বিভাগের সকল জেলা: সকাল ১১ টার পর থেকে দুপুর ৪ টার মধ্যে
৩) ময়মনসিংহ বিভাগের সকল জেলা: দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
৪) ঢাকা বিভাগের সকল জেলা: সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলায়; দুপুর ১ টা থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা বিভাগের অন্যান্য জেলা। ঢাকা শহরে বৃষ্টির সম্ভব্য সময় দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা
৫) খুলনা বিভাগের সকল জেলা: দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে
৬) বরিশাল বিভাগের সকল জেলা: দুপুর ১ টার পর থে সন্ধ্যা ৭ টার মধ্যে
৭) চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টার মধ্যে; কুমিল্লা, নোয়াখালী, ফেনী জেলায় দুপুর ১ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে; চট্টগ্রাম, পার্বত্যচট্টগ্রামের সকল জেলা ও কক্সবাজার জেলার উপর দিয়ে দুপুর ৩ টা থেকে রাত ১০ টার মধ্য।
৮) সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে আজ কালবৈশাখি ঝড় অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে সন্ধা ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
বিশেষ দ্রষ্টব্য: উপরে উল্লেখিত বৃষ্টির শুরুর সময় ১ থেকে ৩ ঘন্টা পর্যন্ত পূর্বে কিংবা পরে হতে পারে। সকল জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা সমান না। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলোতে সম্ভাবনা সবচেয়ে বেশি ৮০% থেকে ৯০%। খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোতে সম্ভাবনা সবচেয়ে বেশি ৭০% থেকে ৮০%। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে সম্ভাবনা সবচেয়ে কম ৫০% থেকে ৭০%।