আজ শনিবার আবারও ঢাকা শহর সহ ৫ টি বিভাগে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘু চাপের কারণে আজ শনিবার দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা শহর সহ ৫ টি বিভাগের (বরিশাল ও চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট) জেলাগুলোতে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।
ঢাকা শহরে দুপুর ১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
আজ শনিবার সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ঢাকা, নরায়গন্জ, মুন্সিগন্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, ও সিলেট বিভাগের সকল জেলা।
আজ বৃষ্টিপাত দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্বদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। ঢাকা বিভাগের জেলাগুলোতে দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা বেশি। ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বজ্র সহ বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা বেশি সন্ধ্যা বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
আজ রংপুর বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে মধ্য রাত্রি পর্যন্ত।