আটলান্টিক মহাসাগরে ক্যাটেগরি ৫ মানের হ্যারিকেন (ইরিন) সৃষ্টি হয়েছে
আটলান্টিক মহাসাগরে ক্যাটেগরি ৫ মানের (বাতাসের গড় গতিবেগ ঘন্টায় ২৫৪ কিলোমিটারের বেশি) হ্যারিকেন সৃষ্টি হয়েছে (নাম ইরিন) আজ ১৬ ই আগষ্ট শনিবার। এই হ্যারিকেনের প্রভাবে আটলান্টিক মহাসাগরে ৩০ থেকে ৫০ ফুট উঁচু ঢেউ এর সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল। কৃত্রিম ভূ-উপগ্রহের ক্যামেরায় ধারণ করা হ্যারিকেন ইরিন এর কারণে সৃষ্টি হওয়া ঘূর্ণ্যমান মেঘের চিত্র।
বিশেষ দ্রষ্টব্য: ক্যাটেগরি ৫ মানের হ্যারিকেন ইরিন এর সরাসরি কোন স্থল ভাগের উপরে আঘাত করার সম্ভাবনা খুবই কম। খুবই শক্তিশালি এই হ্যারিকেন উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হয়ে ঠাণ্ডা পানির সংস্পর্শে সমুদ্রের মধ্যেই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই হ্যারিকেনের প্রভাবে ভারি বৃষ্টি ও জলোচ্ছ্বাসের প্রভাব পড়ার আশংকা করা যাচ্ছে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত বিভিন্ন দ্বীপপুঞ্জের উপরে।
বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ক্যাটেগরি ৫ মানের হ্যারিকেন ইরিন এর সাম্ভব্য চলার পথ (যে পথে অগ্রসর হতে পারে)।
ক্যাটেগরি ৫ মানের হ্যারিকেন ইরিন এর প্রভাবে ৩০ থেকে ৫০ ফুট উঁচু ঢেউ এর সৃষ্টির সম্ভাবনা নির্দেশ করতেছে বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল। ফলে হ্যারিকেন ইরিন এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে আটলান্টিক মহাসাগরের চলাচলকারি বানিজ্যিক জাহাজার উপরে।