প্রশ্ন: ভারত মহাসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান কি বাংলাদেশে আঘাত করার সম্ভাবনা আছে?
উত্তর: না; ঘূর্ণিঝড় ফ্যাবিয়ানের বঙ্গোপসাগরের চার পাশের কোন দেশের উপকূলে আঘাত করার কোন সম্ভাবনা নাই। ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান সৃষ্টি হয়েছে দক্ষিণ গোলার্ধে। ভারত মহাসাগরের দক্ষিণ গোলার্ধে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তা কখনও বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে প্রবেশ করতে পারে না আব হাওয়া বিজ্ঞানের মৌলিক সূত্র অনুসারে। দক্ষিণ গোলার্ধে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তা হয় আফ্রিকান মা হাদেশের পূর্ব উপকূলের দিকে কিংবা অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে আঘাত হানে।
ঘূর্ণিঝড় ফ্যাবিয়ানের পৃথিবীর কোন দেশের স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা শূন্য মনে করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে। অর্থাৎ ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান সমুদ্রের মধ্যেই শেষ হয়ে যাবে।
প্রশ্ন: ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান কি মোখার চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে আশঙ্কা করছেন আবহাওয়া-বিদরা। হার মানাতে পারে মোখার গতিকেও।
উত্তর: আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ প্রাপ্ত তথ্য ও ঘূর্ণিঝড়টি আজ ১৮ ই মে ভারত মহাসাগরে প্রায় ৯ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশে ও ৭৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করতেছে। ঘূর্ণিঝড়টি তার সর্বোচ্চ শক্তি (ক্যাটেগরি ৩) অর্জন করেছিল ১৫ ই মে, ২০২৩ তারিখে। এর পর থেকে ঘূর্ণিঝড়টি শক্তি ক্ষয় করে দুর্বল হতে থাকে ও আজ ১৮ ই মে সাধারণ একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
না, ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান, ঘূর্ণিঝড় মোখার মতো বাতাসের গতিবেগ অর্জন করতে পারে নি।
ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান এর কারণে সৃষ্টি হওয়া ২১ ফুট উঁচু ঢেউ এর কারণে ভারত মহাসাগরে চিনের একটি মৎস্য আহরণকারী জাহাজ ডুবে গেছে ৩৯ জন নাবিক সহ।
Two bodies found in Chinese fishing vessel crew search in the Indian Ocean
[video width="848" height="600" mp4="https://abohawa.com/wp-content/uploads/2023/05/FwP1o0XWIAAAjBD.mp4"][/video]