রবিবারের আবহাওয়া পূর্বাভাস (জানুয়ারি ১১, ২০২৬)
আজ রবিবার দুপুর ১ টার বেজে ২০ মিনিটে সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে শুধুমাত্র চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা পরিমানে মেঘের উপস্হিত দেখা যাচ্ছে। আজ সন্ধার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে।
শৈত্যপ্রবাহ আপডেট (১১ ই জানুয়ারি, ২০২৬)
============================
আজ রবিবার (১১ই জানুয়ারি, ২০২৬) সকাল ৬ টার সময় দেশের ৮ টি বিভাগের মধ্যে ৩ টি বিভাগের উপরে শৈত্য-প্রবাহ তাপমাত্রা (১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে) রেকর্ড করা হয়েছে। আজ পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় ৭ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ ঢাকা বিমান বন্দরে ১৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রবিবার রাতে নৌযান চলাচলে বিশেষ সতর্কতা:
===============================
আজ রবিবার রাতে নৌ-পথে অপেক্ষাকৃত হালকা পরিমাণে কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে যমুনা, তিস্তা, আত্রাই নদী উপরে।
রবিবার রাতে সড়ক পথে চলাচলে বিশেষ সতর্কতা:
==================================
আজ রবিবার রাতে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন সড়ক ও মহাসড়ক গুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়-ঢাকা, রাজশাহী-ঢাকা মহাসড়কের উপর দিয়ে চলাচল করা সকল যানবাহনকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

