বৃহস্পতিবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ০৮, ২০২৬)
আজ বৃহস্পতিবার দুপুর ১ টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের মাত্র ৩ টি জেলার উপরে কুয়াশার উপস্হিতি লক্ষ করা গেছে। আজ রাতে রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের জেলগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্হিতি থাকার আশংকা করা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য থেকে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা বাংলাদেশের দিয়ে অগ্রসর হচ্ছে যা আজ আবারও সন্ধ্যার পর থেকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে প্রবেশের আশংকা করা যাচ্ছে।

