শুক্রবার রাতের ও শনিবার সকালের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ১০, ২০২৬)
=========================================আজ রাত ৩ টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্য থেকে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা সন্ধ্যার পর থেকে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা শুরু করেছ। এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের সকল জেলার উপরে ঘন থেকা খুবই ঘন কুয়াশার উপস্থিতি লক্ষ করা গেছে। এছাড়া রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি লক্ষ করা গেছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলার উপরে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি লক্ষ করা গেছে।

