সোমবার (২২ মে, ২০২৩) এর কালবৈশাখী ঝড় ও বজ্রপাত পূর্বাভাস
আজ সোমবার সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোতে ও দুপুর ৩ টা পর থেকে রাত ১০ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর মধ্য শেরপুর, নেত্রকোনা, সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।
উপরোক্ত জেলাগুলোর ছাড়াও, ঢাক বিভাগের কিশোরগঞ্জ, চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে আজ সোমবার বিকেল ৫ টার পূর্বে।