একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

সোমবার দিবাগত মধ্যরাতের পর থেকে মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত দেশব্যাপী ভারি বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 45648k 12k

সোমবার দিবাগত মধ্যরাতের পর থেকে মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত দেশব্যাপী ভারি বৃষ্টিপাত পূর্বাভাস

১) রাত ১ টার পর থেক কিংবা কিছুক্ষণ পূর্ব থেকে ঢাকা শহরের উপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টিপাত টাঙ্গাইল, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার দিক থেকে এসে ঢাকা শহরের উপর দিয়ে মুন্সুগন্জ, নরায়নগন্জ, নরসিংদী ও কুমিল্লা জেলার দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

২) রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে রাত ৮ টার পর থেকে যে ভারি বৃষ্টি হচ্ছে তার রাত ৩ টা পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরে ভোর ৬ টা পর্যন্ত হালকা মানের বৃষ্টির হতে পারে। রাত ১২ টার সময় ভারি বৃষ্টি হচ্ছে জয়পুরহাট, নওগাঁ ও বগুড়া জেলার উপরে যা ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর দিয়ে অগ্রসর হচ্ছে।

৩) আজ রাত ১ টার পর থেকে ভোর ৬ টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করতে যাচ্ছে। রাত ১ টার পর থেকে ৪ টার মধ্যে জামালপুর ও শেরপুর জেলার উপর দিয়ে ও ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

৪) উত্তর-পশ্চিম দিক থেকে আগত (রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দিক থেকে) বৃষ্টি চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে ভারতের ত্রিপুরা ও মনিপুর রাজ্য ও মায়ানমারের দিকে অগ্রসর হবে। ফলে আজ প্রায় সোমবার দিবাগত মধ্য রাতের পর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে বিশেষ করে কুমিল্লা, ফেনী, ব্রাক্ষমণবাড়িয়া জেলার উপর দিয়ে।

৫) চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর ভারি বৃষ্টি কমে আসলেও চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে মঙ্গলবার দুপুর পর্যন্ত।

৬) আজ সোমবার দিবাগত রাত ১২ টার সময় কক্সবাজার জেলার উপর যে বৃষ্টি চলতেছে তা মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

৭) রাত সোমবার দিবাগত রাত ১ টার পর থেকে ভোর ৬ টা পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপের উপর দিয়ে ভারি থেকে খুবই ভারি বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে

 

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে পাহাড় ধ্বস শুরু হয়েছে; এখনই সতর্কতা নেওয়া জরুরী।

গত শুক্রবার থেকে পাহাড় ধ্বসের প্রচণ্ড ঝুঁকির কথা প্রত্যেকটি পূর্বাভাসে উল্লেখ করেছি। আগামী ৩ দিন (বৃহঃপতিবার পর্যন্ত) চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় পাহাড় ধ্বসের প্রচণ্ড ঝুঁকি দেখা যাচ্ছে। পাহাড়ের পাদ-দেশে অবস্থিত কোন টিন কিংবা বাঁশের তৈরি ঘড়ে বসবাস করা সম্পূর্ণ রূপে অনিরাপদ। বিশেষ করে যে পাহাড়গুলো থেকে মাটি কা টা হয়েছে সেই পাহাড়গুলোর চুড়া কিংবা খাড়া ঢালের নিচের বসবাস করা সকল মানুষকে নিরাপদ আশ্রয় (সরকারি স্কুল/কলেজ/স্টেডিয়ামে) সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনগুলোকে অনুরোধ জানাচ্ছি।

 

Related Post