মঙ্গলবারের (আগস্ট ২৯, ২০২৩) আবহাওয়া পূর্বাভাস
আজ মঙ্গলবার সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য সকল বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে নিম্নরূপ আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে:
চট্টগ্রাম বিভাগ: আজ মঙ্গলবার সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার পূর্বে নোয়াখালী, ফেনী ও উত্তর চট্টগ্রাম জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া,আজ সন্ধ্যার পূর্বে চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রাত ১০ টার পর থেক ভোর ৫ টার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: আজ মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি ভোলা, পটুয়াখালী ও বরগুনা জেলার উপকূলীয় এলাকার উপজেলাগুলোর উপরে।
খুলনা বিভাগ: আজ মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে হালকা বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাতক্ষীরা জেলার উপকূলীয় উপজেলার উপরে। খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না।
ময়মনসিংহ বিভাগ: আজ মঙ্গলবার সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলেই চলে।
সিলেট বিভাগ: আজ মঙ্গলবার সকাল ১১ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলেই চলে। রাত ১২ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: আজ মঙ্গলবার সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ফরিদপুর, গাজীপুর, কিশোরগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে খুবই স্বল্প সময়ের জন্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতে সম্ভাবনা খুবই কম। তবে ঢাকা জেলার গাজীপুর ও নরসিংদী জেলার সংলগ্ন অংশে খুবই সামান্য পরিমাণ বৃষ্টি হওয়া সামান্য সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: আজ মঙ্গলবার বিভাগের বেশিভাগ জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে স্বল্প সময়ের জন্য কিছু পরিমাণ বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: আজ মঙ্গলবার রাজশাহী বিভাগের বেশিভাগ জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলার কোন-কোন উপজেলার উপরে বিচ্ছিন্ন ভাবে স্বল্প সময়ের জন্য কিছু পরিমাণ বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস:
আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের বেশিভাগ জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে দক্ষিণ দিনাজপুর, মালদহ, ও মুর্শিদাবাদ জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।
ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ১০ টা বেজে ৩০ মিনিটের মেঘের চিত্র বাংলাদেশের উপরে।