চলমান তাপ-প্রবাহ থেকে মুক্তি মিলবে কবে?
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের একটাই প্রশ্ন চলমান তাপ-প্রবাহ থেকে কবে মুক্তি মিলবে?
আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে চলমান তাপ-প্রবাহ আজ বৃহঃপতিবার থেকে আগামীকাল শুক্রবার আরও তীব্র হবে। শুক্রবার থেকে শনিবার আরও তীব্র হবে। এভাবে ২৯ শে এপ্রিল পর্যন্ত প্রতিদিনই তাপ-প্রবাহের তীব্রতা বাড়তে থাকার প্রবল আশংকা করা যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপরে।
আগামী ২৯ শে এপ্রিল বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াস উঠার আশংকা করা যাচ্ছে।
----> আজ বৃহঃপতিবার থেকে শুরু করে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিনই চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রী সেলসিয়াসের বেশি উঠার প্রবল আশংকা করা যাচ্ছে।
----> আগামী মঙ্গলবার পর্যন্ত প্রায় প্রতিদিনই খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের বেশি উঠার প্রবল আশংকা করা যাচ্ছে।
----> আগামী রবি, সোম ও মঙ্গলবার ঢাকা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের বেশি উঠার প্রবল আশংকা করা যাচ্ছে।
----> ৩০ শে এপ্রিল খুবই তীব্র তাপ প্রবাহ > ১ লা মে তীব্র তাপ প্রবাহ > ২ রা মে মধ্যম তাপ প্রবাহ > ও ৩ রা মে মৃদু তাপ প্রবাহ অবস্থা বিরাজ করার আশংকা করা যাচ্ছে। ২ ও ৩ তারিখে তাপ-প্রবাহ অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে।
দেশ ব্যাপী কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত কবে শুরু হতে পারে?
৩ রা মে সন্ধ্যার পর থেকে সিলেট বিভাগে, ৪ ঠা মে সিলেট, ময়মনিসংহ, রংপুর, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগে ও ৫ ই মে সিলেট, ময়মনিসংহ, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে ও ৬ থেকে ৮ ই মে দেশের সকল বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।