একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

ঘুর্নিঝড় সৃষ্টির পূর্বে ও ঘুর্নিঝড় শেষ হয়ে যাওয়ার পরে সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রার কেমন পরিবর্তন হয়?

Blog Image
Email : 4681k 12k

ঘুর্নিঝড় সৃষ্টির ঠিক ১/২ দিন পূর্বে ও ঘুর্নিঝড় শেষ হয়ে যাওয়ার ১/২ দিন পরে সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রার কেমন পরিবর্তন হয়?

আপনাদের মনে আছে ঘূর্ণিঝড় "দানা" ভারতের ওড়িশা রাজ্যের উপকুলে আঘাত করার পূর্বে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রার বিচ্যুতির মানচিত্র শেয়ার করেছিলাম যে চিত্রে দেখা গিয়েছিল খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে পুরো বঙ্গোপসাগরের মধ্যে সমুদ্র-পৃষ্ঠের পানির তাপমাত্রা সর্বোচ্চ ওড়িশা রাজ্যের উপকুলে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে ঘূর্ণিঝড় "দানা" ওড়িশা রাজ্যের উপকুলের এই স্থানের উপর দিইয়েই স্থলভাগে আঘাত করেছে অক্টোবর মাসের ২৪ তারিখ মধ্য রাতের পর থে ২৫ শে অক্টোবর সন্ধ্যার মধ্যে।

পূর্বে বলেছিলাম মটর সাইকেল চালানোর জন্য জ্বালানী হিসাবে পেট্রোল ব্যবহার করা হয় একই ভাবে ঘুর্নিঝড় এর জ্বালানি হিসাবে সামুদ্রের গরম পানি ব্যবহৃত হয়। ঘূর্ণিঝড় যখন সমুদ্রের অপেক্ষাকৃত কম তাপমাত্রার পানি থেকে অপেক্ষাকৃত বেশি তাপমাত্রার পানির এলাকায় চলে আসে তখন ঘুর্নিঝড় এর শক্তি দ্রুত বৃদ্ধি পায়। ঘুর্নিঝড় যখন সমুদ্রের কোন এলাকার উপর দিয়ে অতিক্রম করে তখন সেই এলাকার সমুদ্রে জমা থাকা শক্তি খরচ করে ফেলে। ফলে ঐ স্থানের সমুদ্রের পানির তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় ঘুর্নিঝড় শেষ হয়ে যাওয়ার সাথে-সাথে।

উপরে ২ টি ছবিতে তুলনা করা হলও ঘুর্নিঝড় দানা ওড়িশা রাজ্যের উপকুলে আঘাত করার পূর্বে (২২ শে অক্টোবর, ২০২৪) ও ঘুর্নিঝড় দানা ওড়িশা রাজ্যের উপকুলে আঘাত করার পরের (২৬ শে অক্টোবর, ২০২৪) এর বঙ্গোপসাগরের সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রার বিচ্যুতির মানচিত্র। এই ছবিতে খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে ঘুর্নিঝড় দানা শেষ হয়ে যাওয়ার পরে বঙ্গোপসাগরের মধ্যে সমুদ্র-পৃষ্ঠের পানির তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে (প্রায় ২ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত)।

 

Related Post