রবিবারের (৩ রা নভেম্বর, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: সোমবার দেশব্যাপী কুয়াশার পরিমাণ বৃদ্ধির আশংকা করা যাচ্ছে
আজ রবিবার দেশের বেশিভাগ জেলার উপরে শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। দুপুর ১২ টার মধ্যে দেশের সকল জেলার উপর থেকে কুয়াশা সরে গিয়ে সূর্যের আলো উঠার সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন দেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত কুয়াশা পূর্বাভাস:
আজ রবিবার ভোর ৫ টার সময় রাজশাহী, ময়মনিসংহ, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি লক্ষ করা গেছে। এই কুয়াশা দেশের উত্তর-পশ্চিম দিকের জেলাগুলো থেকে দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোর দিকে অগ্রসর হচ্ছে।

ছবি: আজ রবিবার সকাল ৬ টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র।
আজ রবিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৯ টা পর্যন্ত রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে ঘন কুয়াশা পড়ার আশংকা করা যাচ্ছে:
রংপুর বিভাগ: দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা
রাজশাহী বিভাগ: সকল জেলা। তবে পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া জেলার উপরে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: সকল জেলা। তবে যশোর, ঝিনাইদহ, খুলনা, নড়াইল, মাগুরা জেলার উপরে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: সকল জেলা। তবে রাজবাড়ি, মানিকগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগন্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপলাগন্জ জেলার উপরে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: সকল জেলা। তবে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার জেলার উপরে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সকল জেলা। তবে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি জেলার উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি আশংকা করা যাচ্ছে।

ছবি: আজ রবিবার সকাল ৯ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র।
নৌযান চলাচল সতর্কতা:
আজ রবিবার রাত ১২ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৯ টার মধ্য যমুনা ও পদ্মা নদীর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি আশংকা করা যাচ্ছে।
সড়ক পথে চলাচল সতর্কতা:

আজ রবিবার রাত ১২ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৯ টার মধ্য রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের সড়ক-মহাসড়ক গুলোর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি আশংকা করা যাচ্ছে।

