রবিবারের (৫ ই অক্টোবর, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস।
স্হলভাগের উপরে অবস্হান করা নিম্নচাপটি কিছুটা দূর্বল হয়ে লঘুচাপ আকারে অবস্হান করতেছে আজ রবিবার ভারতের পূর্ব-বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যে এবং বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগের উপরে। এই লঘু চাপের প্রভাবে আগামী ২৪ ঘন্টা ভারতের পশ্চিমবঙ্গ, আসাম রাজ্যের বিভিন্ন জেলা এবং বাংলাদেশের উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। রংপুর, রাজশাহী, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
আগামী ২৪ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নিম্নলিখিত জেলাগুলোর উপরে:
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি চলতেছে। আজ বিকেল ৫ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি চলতেছে। আজ বিকেল ৫ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, দক্ষিন কুমিল্লা, উত্তর চট্রগ্রাম, লক্ষিপুর জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি চলতেছে। আজ বিকেল ৫ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সিমান্তবর্তী কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ বিকেল ৫ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্ত এলাকার উপজেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে আজ রাতে।
ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ বিকেল ৫ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের পশ্চিম দিকের কোন-কোন জেলার উপরে হালকা মানের বৃষ্টি চলতেছে। আজ বিকেল ৫ টার মধ্যে খুলনা বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে স্বচারনশীল মেঘের সৃষ্টি হচ্ছে। আজ দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা শহর এর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের বিভাগের বিভিন্ন জেলার উপরে স্বচারনশীল মেঘের সৃষ্টি হচ্ছে। আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
=====================================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় পশ্চিমবঙ্গ রাজ্যর উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলার (মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর) উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি চলতেছে। আজ দিনের বিভিন্ন সময়ে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলার উপরে। দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। আগামী ২৪ ঘন্টা জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর জেলার উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে কোন বৃষ্টি হচ্ছে না। তবে ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে সকাল।
ভারতের মেঘালয় রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় মেঘালয় রাজ্যের খাসি পর্বত এলাকার জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলতেছে। আজ সরারদিন ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে মেঘালয় রাজ্যের উপরে।
ভারতের আসাম রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় আসাম রাজ্যের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টি চলতেছে। আজ সারাদিন আসাম রাজ্যের জেলাগুলোর উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।