একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রবিবার (৫ ই অক্টোবর) বজ্রপাতের আঘাতে কমপক্ষে ৮ জন মানুষের মৃত্যু

Blog Image
Email : 39k 12k

রবিবার (৫ ই অক্টোবর) বজ্রপাতের আঘাতে কমপক্ষে ৮ জন মানুষের মৃত্যু

আজ রবিবার সারা দেশ থেকে কমপক্ষে ৮ জন মানুষের বজ্রপাতের আঘাতে মৃত্যুর নিশ্চিত সংবাদ পাওয়া গেছে (নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশংকা করা যাচ্ছে)।   

নিচের লিংকে ক্লিক করে জেনে নিতে পারেন

মাতৃভাষা বাংলায় আবহাওয়া বিজ্ঞান চর্চা: যেভাবে বুঝবেন আপনি প্রচণ্ড বজ্রপাত ঝুঁকিতে রয়েছেন

কানাডা সময় সকালে ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল। আমার ফেসবুকের ম্যাসেজ বক্স ভর্তি হয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো বজ্রপাতের কারণে মৃত মানুষের সংবাদে ( ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত ২৪ ঘন্টা প্রাণ-প্রানে চেষ্টা করে গেছি আজ রবিবার পুরো দেশে বজ্রপাতের উচ্চ ঝুঁকির কথা মানুষকে জানাতে। আজ রবিবার সারাদিন দেশের বিভিন্ন জেলা থেকে যে সকল মৃত্যু সংবাদ পেয়েছি তা নিম্নরূপ:  

১) কুমিল্লা জেলার হোমনা উপজেলায় নদী পারাপারের সময় অপেক্ষারত ২ জন মহিলা ও ১ জন পুরুষ মানুষের মৃত্যু হয়েছে। নিহত এই ৩ জনের মধ্যে একজন হলও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও কুমিল্লা স্টুডেন্ট এসোসিয়েশন এর সভাপতি রাশেদুল ইসলাম। আজ দুপুর ৩ টায় সময় বজ্রপাতের কারণে এই মৃত্যু হয় ঘটনাস্থলেই। 

২) আজ বগুড়া জেলায় বজ্রপাতের আক্রান্ত হয়ে ১ জন পুরুষ ও ১ জন মহিলার মৃত্যুর নিশ্চিত সংবাদ পাওয়া গেছে। শাহজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের নারিল্লা গ্রামের মশিউর রহমান অদ্র নামে এক যুবক মাঠে কাজ করার সময় বজ্রপাতের আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। এছাড়া গরুর জন্য ঘাস কাটতে গিয়ে এক মহিলার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। 

৩) ঝিনাইদহ জেলায় বজ্রপাতের আক্রান্ত হয়ে ২ জন কৃষকের মৃত্যুর নিশ্চিত সংবাদ পাওয়া গেছে।

৪) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ১ জন মানুষ মারা গিয়েছেন আজ সকাল বেলা।



বিশেষ দ্রষ্টব্য:

উপরে উল্লেখ করা হয় নি কিন্তু আজ কিংবা এই সপ্তাহে বজ্রপাতের কারণে আপনার এলাকায় কোন মানুষ মৃত্যু বরণ করার সংবাদ আপনার জানা থাকলে আমাকে জানানোর অনুরোধ জানাচ্ছি।  তথ্য পাঠানোর ই-মেইল: kamaluw@gmail.com

Related Post