আজ বুধবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সকল জেলা। [সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে পর থেকে বিকেল ৫ টা]
চট্রগ্রাম বিভাগ: সকল জেলা। [সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে পর থেকে রাত ৮ টা]
রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট। অল্প সম্ভাবনা [সম্ভব্য সময় দুপুর ১২ টার পর থেকে পর থেকে বিকেল ৫ টা]
ঢাকা বিভাগ: দুপুর ২ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলার জেলার উপকূলীয় উপজেলাগুলো। [সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে পর থেকে রাত ৮ টা]
বরিশাল বিভাগ: বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা জেলার উপকূলীয় উপজেলাগুলো। [সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে পর থেকে বিকেল ৫ টা]
ময়মনিসংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ। [সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে পর থেকে রাত ৮ টা]
রাজশাহী বিভাগ: দুপুর ৩ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে দুই-একটি জেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা।
=======================================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: পশ্চিমবঙ্গ রাজ্যর দক্ষিণ দিকের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে। সকাল ১১ টার পর থেকে পর থেকে রাত ৮ টার মধ্যে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে কোন বৃষ্টি হচ্ছে না। তবে দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ভারতের মেঘালয় রাজ্য: এই পূর্বাভাস লেখার সময় মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পর্বত এলাকার কোন-কোন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলতেছে। আজ সরাদিন বৃষ্টির আশংকা করা যাচ্ছে মেঘালয় রাজ্যের পূর্ব দিকের জেলাগুলোর উপরে।