রংপুর বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে।
ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ থেকে ঘন মেঘ রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে আসাম ও মেঘালয় রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে আজ মঙ্গলবার সকাল থেকে। এই মেঘ থেকে রংপুর বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আজ সকাল ৯ টার পর থেকে দুপুর ১ টার মধ্যে। আজ দুপুরের পূর্বে দেশের অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুরের পরে ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্তবর্তী জেলা নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বতের সীমান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।