একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :

উত্তর আটলান্টিক মহাসাগর অতিক্রম করা কার্গো জাহাজের নাবিকদের জন্য নৌ-পরিবহন আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 271k 12k

উত্তর আটলান্টিক মহাসাগর অতিক্রম করা কার্গো জাহাজের নাবিকদের জন্য নৌ-পরিবহন আবহাওয়া পূর্বাভাস

আমেরিকা ও কানাডা থেকে ইউরোপ-গামী বা  ইউরোপ থেকে আমেরিকার ও কানাডার পূর্ব-উপকূল-গামী যে সকল পরিবহন জাহাজ উত্তর আটলান্টিক মহাসাগর অতিক্রম করতেছেন কিংবা এই রুটে অগ্রসর হচ্ছে তাদের সকলের অবগতির জন্য জনাচ্ছি যে খুবই ভয়ংকর সামুদ্রিক ঝড় ও এর কারণে সৃষ্টি হওয়া ভয়ংকর ঢেউ এর মুখোমুখি হতে হবে আপনাদের আগামী ৩ দিন। কানাডার নিউফাউন্ড ল্যান্ড ও ল্যাব্রাডর রাজ্যের রাজধানী সেন্ট জোন্স শহর থেকে পূর্ব দিকে আটলান্টিক মহাসাগরে একটি শক্তিশালি নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার কেন্দ্রের বায়ুচাপ ৯৫৮ মিলিবারে নেমেছে। নিম্নচাপ কেন্দ্রের এই অস্বাভাবিক বায়ুচাপের কারণে সমুদ্রে ৪০ থেকে ৬০ ফুট উচ্চতার ঢেউ এর সৃষ্টি হচ্ছে। নিম্নচাপ কেন্দ্রে বাতাস বইছে ঘন্টায় ২২০ থেকে ২৪০ কিলোমিটার বেগে। আপনারা যত দূর সম্ভব হয় এই নিম্নচাপ কেন্দ্র থেকে যত দূরে অবস্থান করতে পারেন ততই নিরাপদ থাকবে আপনাদের জাহাজ। আপনাদের সবার মঙ্গল কামনা করছি।


ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম মডেলের পূর্বাভাস অনুসারে নিম্নচাপ কেন্দ্রের বায়ুচাপ মানচিত্র (১৮ শে ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল ৯ টা)


বিশেষ দ্রষ্টব্য:

আগামী ১৯ শে ফেব্রুয়ারি আমেরিকার সাউথ/নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়ার পূর্ব উপকূলে নতুন আর একটি নিম্নচাপ সৃষ্টি হবে। এই নিম্নচাপটিও সরাসরি কানাডার পূর্ব উপকূলের দিকে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে (নিউ-জোন্সের দিকে)। আগামী নিম্নচাপটিও খুবই শক্তিশালি হবে। কেন্দ্রের বায়ুচাপ ৯৬০ থেকে ৯৭০ মিলিবারে নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে। ফলে সমুদ্রে ২০ থেকে ৪০ ফুট উচ্চতার ঢেউ এর সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।



ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম মডেলের পূর্বাভাস অনুসারে নিম্নচাপ কেন্দ্রের সম্ভব্য বায়ুচাপ মানচিত্র (২০ শে ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ১২ টা)

Related Post