বৃহস্পতিবারের (জুলাই ৩, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ বৃহস্পতিবার সকাল ৬ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেশের অল্প কিছু জেলার উপরে বিভিন্ন ঘনত্বের মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। আজ দেশের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে অল্প সময়ের জন্য। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি চট্রগ্রাম, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপরে সকাল ৭ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোন-কোন জেলার উপরে। সন্ধ্যার পর থেকে শুক্রবার সকালের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি সিলেট, ময়মনিসংহ, রংপুর ও রাজশাহী বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে।
বিশেষ দ্রষ্টব্য: আগামী ৩ থেকে ৫ দিন বাংলাদেশের বিভিন্ন জেলার উপরে অপেক্ষাকৃত অনেক কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।