আজ শুক্রবার সন্ধ্যার পর থেকে আগামীকাল শনিবার দুপুর ১২ টার মধ্যে বাংলাদেশের ১০ থেকে ২০ টি জেলার আকাশে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং ১০ থেকে ২০ টি জেলার আকাশে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের মধ্যবর্তী জেলাগুলোর উপরে ঘন থেকে খুবই ঘন কুয়াশা এবং রংপুর, সিলেট, চট্রগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে হালাক থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতে খুলনা, ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত হালকা ঘনত্বের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল রাজশাহী, ঢাকা, খুলনা ও ময়মনিসংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে দুপুর ১২ টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে। কোন-কোন জেলার উপরে দুপুর ২ টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকার আশংকা করা যাচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল শনিবার দুপুর ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে কুয়াশা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে:
ময়মনসিংহ বিভাগ: সকল জেলা [মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা]
ঢাকা বিভাগ: উত্তর-পশ্চিম দিকের জেলাগুলোর উপরে ঘণ থেকে খুবই ঘণ কুয়াশা বিশেষ করে টাঙ্গাইল, মানিকগ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারিপুর জেলার উপরে এবং দক্ষিন ও পূর্ব দিকের জেলাগুলোর উপরে বিশেষ করে টাঙ্গাইল, গাজিপুর ও কিশোরগন্জ জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগন্জ, নাটোর, রাজশাহী জেলার উপরে ঘণ থেকে খুবই ঘণ কুয়াশার আশংকা করা যাচ্ছে। অন্যান্য জেলার হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: উত্তর দিকের জেলাগুলোর উপরে ঘণ থেকে খুবই ঘণ কুয়াশা বিশেষ করে মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ জেলার উপরে এবং হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সকল জেলা [হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা]
রংপুর বিভাগ: পূর্ব দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা ও পশ্চিম দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: সকল জেলা [হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে]
চট্রগ্রাম বিভাগ: উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা ও দক্ষিন দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।

