একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের কুয়াশা পূর্বাভাস (২৭ শে ডিসেম্বর, ২০২৫): সন্ধা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 53k 12k

শনিবারের কুয়াশা পূর্বাভাস (২৭ শে ডিসেম্বর, ২০২৫):  সন্ধা পর্যন্ত প্রযোজ্য

আজ শনিবার দুপুর ২ টা পর্যন্ত দেশের বেশিভাগ জেলার আকাশ কুয়াশার ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর আকাশে দুপুর ২ টার পূর্বে সূর্যের আলো দেখা যাওয়ার সম্বাবনা খুবই কম। সম্ভাবনা অনেক বেশি যে কমপক্ষে আগামী ৩ দিন রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে প্রায় সারাদিন কুয়াশার চাদের ঢাকা থাকার। ঢাকা শহরের উপরেও কুয়াশা অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে আগামী ৩ দিন।  


Related Post