সোমবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (২৯ শে ডিসেম্বর, ২০২৫)
আজ সোমবার দুপুর ১ টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের ৬১ টি জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের দক্ষিন চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের ৩ টি জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। দেশের বেশিভাগ জেলার উপরে দুপুর ৩ টার পূর্বে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বেশিভাগ জেলার উপরে আজ সূর্য দেখা যাবে না।
আগামীকাল দেশের বেশিভাগ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। আগামী ৪ দিন দেশব্যাপী একই রকম কুয়াশা ও ঠান্ডা থাকার আশংকা করা যাচ্ছে।
নৌযান চলাচলে বিশেষ সতর্কতা:
=======================
আজ রাত সরাদিন ও সন্ধার পর থেকে পুরো দেশের সকল নদ-নদীর উপরে মাঝারি থেকে খুবই ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। ফলে সকল নৌপথের সকল নদ-নদীতে চলাচল করা সকল নৌযানকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ করে পদ্মা, যমুনা, তিস্তা, মেঘনা নদীর উপরে ঘণ কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।
সড়ক পথে চলাচলে বিশেষ সতর্কতা:
=======================
আজ সন্ধা ৭ টার পর থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে ঘন থেকে খুবই ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের সড়ক ও মহাসড়কের উপর দিয়ে চলাচল করা সকল যানবানহনকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ করে পন্বচগড়-রংপুর-বগুড়া-সিরাজগন্জ-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে খুবই ঘণ কুয়াসা থাকার আশংকা করা যাচ্ছে।

