৬৪ জেলায় কুয়াশার আশংকা শনিবার সকালে
আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে বাংলাদেশের ৬৪ টি জেলার আকাশ মাঝারি থেকে ঘণ কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে আগামীকাল শনিবার ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আকাশে দুপুর ১২ টার পূর্বে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে সূর্যের আলো দুপুর ১২ টার পূর্বে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। আজ রাত থেকেই আবারও রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে নতুন একটি কুয়াশার বলয় বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে যা আগামীকাল থেকে দেশের দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে।

