একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

শনিবার রাতের (২৭ শে ডিসেম্বর, ২০২৫) কুয়াশা পূর্বাভাস।

Blog Image
Email : 41k 12k

শনিবার রাতের (২৭ শে ডিসেম্বর, ২০২৫) কুয়াশা পূর্বাভাস। 

আজ শনিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল রবিবার দুপুর ১২ টার মধ্যে বাংলাদেশের ৫৫ থেকে ৬০ টি জেলার আকাশ ঘণ কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে আগামীকাল শনিবার ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর আকাশে ঘণ কুয়াশার থাকার আশংকা করা যাচ্ছে এবং সকাল ১০ টার পূর্বে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে সূর্যের আলো দুপুর ১২ টার পূর্বে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। আজ রাতে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে ঘন থেকে খুবই ঘণ কুয়াশার উপস্হিতি থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের বিভাগের জেলাগুলোর উপরে হালাক থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। 

আজ শনিবার সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল রবিবার দুপুর ১২ টার মধ্যে বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে কুয়াশা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে:

রংপুর বিভাগ: ভারি থেকে খুবই ভারি ঘনত্বের কুয়াশা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকাল দুপুর ২ টার পূর্বে সূর্য উঠার সম্ভাবনা খুবই কম। 

রাজশাহী বিভাগ: ভারি থেকে খুবই ভারি ঘনত্বের কুয়াশা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকাল দুপুর ২ টার পূর্বে সূর্য উঠার সম্ভাবনা খুবই কম। 

ময়মনসিংহ বিভাগ: ভারি থেকে খুবই ভারি ঘনত্বের কুয়াশা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকাল দুপুর ২ টার পূর্বে সূর্য উঠার সম্ভাবনা খুবই কম। 

ঢাকা বিভাগ: মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: পূর্ব দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ঘণ কুয়াশা বিশেষ করে মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, নড়াইল জেলার উপরে এবং হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।

বরিশাল বিভাগ: সকল জেলা [হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে] 

চট্রগ্রাম বিভাগ:  উত্তর দিকের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশা ও দক্ষিন দিকের জেলাগুলোর উপরে হলকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। 

সিলেট বিভাগ: সকল জেলা [হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা]


Related Post