রবিবার সকালের কুয়াশা পূর্বাভাস (২৮ শে ডিসেম্বর, ২০২৫)
আজ রবিবার সকাল ৬ টার সময় বাংলাদেশের ৬৪ টি জেলাই কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রমান পাওয়া গেছে। শনিবার রাতের কুয়াশা পূর্বাভাসে উল্লেখ করেছিলাম যে রাতে "শনিবার সন্ধ্যার পর থেকে আগামীকাল রবিবার দুপুর ১২ টার মধ্যে বাংলাদেশের ৫৫ থেকে ৬০ টি জেলার আকাশ ঘণ কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।" আজ রবিবার সকাল ৬ টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের ৫৮ টি জেলার সকল উপজেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্হিতি লক্ষ করা যাচ্ছে। শুধুমাত্র চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, কক্সবাজার ও পারবত্য চট্রগ্রামের ৩ টি জেলা এবং সিলেট ও সুনামগন্জ জেলার ২/১ টি উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্হিতি লক্ষ করা যাচ্ছে। দেশের বেশিভাগ জেলার উপরে সকাল ১০ টার পূর্বে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। অধ্যেকের বেশি জেলার উপরে সূর্যের আলো দেখার জন্য দুপুর ১২ টা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

