শুক্রবার দিবাগত রাতের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ রাত ১১ টা বেজে ৪০ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে দেশের উত্তর দিকের ৩ টি বিভাগে বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সিলেট ও রংপুর বেশিভাগের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। ময়মনিসংহ বিভাগের মেঘালয় সীমান্ত এলাকার জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।