বৃহস্পতিবার (৩০ শে জানুয়ারি) ও শুক্রবারের (৩১ শে জানুয়ারি) আবহাওয়া পূর্বাভাস
আজ বৃহস্পতিবার ৩০ শে জানুয়ারি ২০২৫ দুপুর ১ টা বেজে ৩০ মিনিটের সময়কার জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হয়েছে। এই মেঘ উত্তর-পূর্ব দিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিয়ে অগ্রসর হচ্ছে। এই সঞ্চরণশীল মেঘের কারণে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
আজ বৃহস্পতিবার বিকেল ৬ টার পর থেকে আগামীকাল শুক্রবার রাত ১০ টার মধ্যে সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি আজ বৃহস্পতিবার রাত ৮ টার পর থেকে আগামীকাল শুক্রবার রাত ১০ টার মধ্যে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে জেলাগুলোর উপরে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপরে। হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনিসংহ বিভাগের ময়মনিসংহ ও নেত্রকোনা জেলা; ঢাকা বিভাগের গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপরে।
ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র (বৃহস্পতিবার দুপুর ১ টা বেজে ৩০ মিনিট)