একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় মা মাছের ডিম ছাড়ার অনুকূল আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 4566k 12k

চট্টগ্রামের হালদা নদীতে কার্প মাছের ডিম সংগ্রহকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ন আবহাওয়া পূর্বাভাস ও সু-সংবাদ

বাংলাদের প্রধানতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে প্রতি বছর এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত পূর্ণিমা বা অমাবস্যার তিথিতে বজ্রসহ বৃষ্টি, পাহাড়ি ঢল নামলে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ) মা মাছেরা ডিম ছাড়ে। আগামী ৭ ই মে হলো আমাবস্যার রাত। ফলে আগামী ৫, ৬ ও ৭ ই মে হালদা নদীতে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ) মা মাছের পুরো-দমে ডিম ছাড়া শুরু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

খাগড়াছড়ি জেলায় উৎপত্তি হওয়া হালদা নদী চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান ও হাটহাজারী উপজেলার মধ্য দিয়ে প্রায় ১০০ কিলোমিটার অতিক্রম করে কর্ণফুলীতে গিয়ে মিশেছে। হালদা নদীর কার্পজাতীয় মা মাছেরা ডিম দেওয়ার জন্য বজ্রপাত সহ বৃষ্টি আর পাহাড়ি ঢলের জন্য অপেক্ষা করে। এই বছর মে মাসের ২ তারিখ রাতে থেকে শুরু করে আজ ৪ তারিখ সকাল পর্যন্ত গত ৩ দিন ও দুই রাতে খাগড়াছড়ি, চট্টগ্রাম, ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করেছে। গত ২ দিনের বৃষ্টিপাতের কারণে হালদা নদীর পানির লবণাক্ততার পরিমাণ কিছুটা কমে এসেছে বলে ধরে নেওয়া যায়। হালদা নদিতে মা মাছের ডিম ছাড়ার জন্য যে ধরনের পরিবেশ দরকার, তা সৃষ্টি হওয়া শুরু করেছে গত ২ দিনের বৃষ্টির কারণে।

ছবি কৃতজ্ঞতা: Md. Shafiqul Islam


আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে আগামী ১০ ই মে পর্যন্ত প্রায় প্রতিদিন খাগড়াছড়ি, চট্টগ্রাম, ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে আগামী ৫, ৬ ও ৭ ই মেয়ে শক্তিশালি কালবৈশাখী ঝড় সহ তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত সরাসরি খাগড়াছড়ি, চট্টগ্রাম, ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। যেহেতু কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে, ও আগামী ১ সপ্তাহ বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে তাই হালদা নদীতে পাহাড়ি ঢলের পরিমাণ আরও বৃদ্ধি পাবে যার কারণে আগামী ১ সপ্তাহে বিশেষ করে ৫ ই মে দিবাগত রাত থেকে শুরু করে ৮ ই মে সকাল পর্যন্ত হালদা নদিতে পুরো-দমে মা মাছ ডিম ছাড়া শুরু করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু আগামী ১২ ই মে পর্যন্ত অনুকূল আব হাওয়া বিরাজ করার প্রবল সম্ভাবনা নির্দেশ করতেছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো তাই কার্প জাতীয় (রুই, কাতল, মৃগেল ও কালিবাউস) মাছ হালদা নদীতে রেকর্ড পরিমাণ ডিম ছাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

হালদা নদির উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রমের সাম্ভব্য সময়:

৫ ই মে, ২০২৪: সকাল ৬ টার পর থেকে দুপুর ২ টা, বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা,

৬ ই মে, ২০২৪: দুপুর ১২ টার পর থেকে রাত ১০ টা

৭ ই মে, ২০২৪: সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টা

হালদা নদীর উপকূলবর্তী এলাকায় অপেক্ষারত ডিম সংগ্রহকারী ব্যক্তি ও ডিম থেকে রেণু ফুটানোর সাথে সংশ্লিষ্ট সরকারি ও বে-সরকারি হ্যাচারি কর্তৃপক্ষ ও মাটির কুয়ায় রেণু পোনা ফোটানোর সাথে জড়িত সকল মানুষদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে যাতে করে সংগৃহীত ডিম থেকে সর্বোচ্চ পরিমাণে রেণু পোনা উৎপাদন নিশ্চিত করে দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি করা যায়।

 

ছবি কৃতজ্ঞতা: Sayedur R Chowdhury

 

 

 

Related Post