একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

শনিবারের (সেপ্টেম্বর ৩০, ২০২৩) বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 4566k 12k

শনিবারের (সেপ্টেম্বর ৩০, ২০২৩) বৃষ্টিপাত পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সৃষ্ট ঘূর্ণ্যমান মেঘের কেন্দ্রটি আজ শনিবার সকাল ১১ টার সময় ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় এলাকার উপরে অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে আজ শনিবার সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, ও রংপুর বিভাগের সকল জেলার উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। একই সময়ের মধ্যে ঢাকা, চট্রগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আজ শনিবার রাত ১২ টার মধ্যে বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নিম্নরূপ:

ছবি কৃতজ্ঞতা: বাংলাদেশ বিমানবাহিনীর আবহাওয়া বিভাগ কর্তৃক পরিচালিত রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি (মেঘের মধ্যে অবস্থিত বৃষ্টির কণায় বাধাপ্রাপ্ত হয়ে রাডারের গ্রাহক যন্ত্রে প্রতিফলিত রশ্মির পরিমাণ) মানচিত্র। চিত্রের লাল রং ভারি বৃষ্টি; হলুদ রং মাঝারি মানের বৃষ্টি ও সবুজ রং হালকা মানের বৃষ্টি নির্দেশ করে। [সকাল ১১ টা বেজে ২৫ মিনিট]

খুলনা বিভাগ: আজ শনিবার ভোর থেকেই খুলনা বিভাগের উপকূলীয় এলাকার জেলাগুলোর উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে। আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্য খুলনা বিভাগের সকল জেলার উপরে থেমে-থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় কোন-কোন জেলার উপরে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা ৬ টার পর থেকে রাত ১০ টার মধ্যে বৃষ্টির বিরতি থাকার সম্ভাবনা রয়েছে। রাত ১০ টার পর থেকে শুরু করে আগামীকাল রবিবার ভোর ৬ টার মধ্যে আবারও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবার ভোর পর্যন্ত খুলনা বিভাগের উপকূলীয় সকল জেলার উপরে থেমে-থেমে একনাগাড়ে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগ: লঘু চাপের প্রভাবে আজ শনিবার ভোর থেকেই বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। আজ সকাল ১১ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে থেমে-থেমে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের সকল জেলার উপর দিয়ে। সন্ধ্যা ৬ টার পর থেকে রাত ১০ টার মধ্যে বৃষ্টির বিরতি থাকার সম্ভাবনা রয়েছে। রাত ১০ টার পর থেকে শুরু করে আগামীকাল রবিবার ভোর ৬ টার মধ্যে আবারও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজশাহী বিভাগ: আজ শনিবার সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে আবারও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: আজ শনিবার সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে রংপুর বিভাগের সকল জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানৃ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিশেষ করে সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, ও রংপুর জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা বেশি। ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ও লালমনিরহাট জেলার উপরে।


চট্টগ্রাম বিভাগ: আজ শনিবার চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন জেলার উপরে ও দুপুর ২ টার পর থেকে সন্ধ্যা ৭ টার মধ্যে মধ্য ও উত্তর চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ব্রাক্ষমণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার উপর মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ফেনী, কুমিল্লা, ব্রাক্ষমণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার উপর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত ১২ টার পর থেকে আগামীকাল রবিবার ভোর ৬ টার মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


ঢাকা বিভাগ: আজ শনিবার সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে ঢাকা বিভাগের পদ্মানদীর দক্ষিণ পাশের সকল জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে গোপালগঞ্জ, শরিয়তপুর, ফরিদপুর ও মাদারীপুর জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে মুন্সিগন্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার দুপুর ১২ পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা প্রায় ১০০%।

সিলেট বিভাগ: আজ শনিবার সকাল ১১ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে সুনাগন্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী এলাকায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে সন্ধ্যা ৬ মধ্য হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার কোন-কোন উপজেলার উপর হালকা মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্য রাতের পর থেকে ভোর ৬ টার মধ্যে সুনাগন্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী এলাকায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ বিভাগ: আজ শনিবার সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে ময়মনিসংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রপাত সহ। দুপুর ২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাত পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সৃষ্ট ঘূর্ণ্যমান মেঘের কেন্দ্রটি আজ শনিবার সকাল ১১ টার সময় ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের এবং বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলীয় এলাকার উপরে অবস্থান করছে। ফলে, আজ শনিবার সকাল ১১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পশ্চিমবঙ্গের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, হাওড়া, হুগলী, মেদিনীপুর, পুরুলিয়া, বান্কুরা জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। পশ্চিমবঙ্গের উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর-দুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। আগামীকাল রবিবার ভোর পর্যন্ত পশ্চিমবঙ্গের সকল জেলার উপরে একাধিকবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (সকাল ১১ টা) মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানে মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে মেঘের মধ্যে বৃষ্টির পানির পরিমাণ তত বেশি।

ছবি: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত (সকাল ১১ টা বেজে ১০ মিনিট) মেঘের চিত্র বাংলাদেশের উপরে

Related Post