একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবারের (মার্চ ১৫, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: আজ দেশের ৫ টি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

Blog Image
Email : 45649k 12k

শুক্রবারের (মার্চ ১৫, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস: আজ দেশের ৫ টি বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

আজ শুক্রবার আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি বিভিন্ন বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে:

চট্টগ্রাম বিভাগ: আজ সকাল ১১ টার সময় এই পূর্বাভাস লিখার সময় চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবন জেলার একাধিক উপজেলার উপরে বৃষ্টিপাত চলছিলো। সকাল ১১ টার পর থেকে বিকেল ৪ টার মধ্যে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার উপরে হাকলা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিভাগ: ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, মাগুরা জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

ময়মনিসংহ বিভাগ: নেত্রকোনা ও ময়মনিসংহ সকল জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।

বরিশাল বিভাগ: ভোলা ও পটুয়াখালী জেলার উপরে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে পিরোজপুর, বরিশাল, বরগুনা, ঝালকাঠি জেলার উপরে হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগ: আজ শুক্রবার বিকেল ৫ টার পর থেকে রাত ৩ টার মধ্যে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকার উপজেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলেই চলে।

রংপুর বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বলেই চলে।


ছবি: কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত সকাল ১০ টা বেজে ৪০ মিনিট সময়কার দৃশ্যমান চিত্র।


গত ২৪ ঘন্টায় বাংলাদেশের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে যে স্থানে

-------> আজ শুক্রবার পুরো দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় ১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।

-------> গতকাল বৃহঃপতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী জেলায় ৩৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস


ভারতের পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত পূর্বাভাস

আজ শুক্রবার বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকের বান্কুরা, পুরুলিয়া, মেদিনীপুর, হাওড়া, হুগলী, কোলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

আগামী ৩ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস (১৭ ই মার্চ পর্যন্ত)


আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত আগামী ৩ দিনের পূর্বাভাস অনুসারে পশ্চিমা লঘু চাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপরে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ।

-----> আজ ১৫ ই মার্চ বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

-----> ১৬ ই মার্চ, শনিবার দুপুর ১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

-----> ১৭ ই মার্চ রবিবার দুপুর ১ টার পর থেকে রাত ১২ টার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।


ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে আজ ১৫ ই থেকে ১৭ ই মার্চ দিবাগত রাত ১২ টা পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।

মার্চ মাসের শেষ সপ্তাহে (মার্চ মাসের ২৩ থেকে ৩১ তারিখ পর্যন্ত) সিলেটের হাওড় এলাকায় পাহাড়ি ঢলের সম্ভাবনা


আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত আগামী ১৫ দিনের (মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত) পূর্বাভাস অনুসারে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর উপরে একাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমা লঘু চাপের প্রভাবে। একটি শক্তিশালি পশ্চিমা লঘুচাপ ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে দিয়ে অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মার্চ মাসের ২৩ তারিখের পর থেকে ৩১ তারিখের মধ্যে। এই লঘু চাপটির প্রভাবে বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগ ও ভারতের মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের উপরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি নামক স্থানে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে যার কারণে পাহাড়ি ঢলের পানিতে সিলেট ও কিশোরগঞ্জের হাওড় এলাকার বিলগুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ৩১ ই মার্চ পর্যন্ত সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ।

 

সিলেট ও ময়মনিসংহ বিভাগের হাওড় এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর রক্ষণাবেক্ষণের কাজ দ্রুত শেষ করার অনুরোধ জানানো যাচ্ছে। গণমাধ্যমের কর্মীদের এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানানো যাচ্ছে।


বিশেষ দ্রষ্টব্য:

উপরে উল্লেখিত পূর্বাভাস আবহাওয়া পূর্বাভাস মডেল, রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। কোন স্থানের আবহাওয়া ১ থেকে ৩ ঘন্টার ব্যবধানে উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তন হতে পারে।

Related Post